ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যানজটে নাকাল

শহরের ভেতর চলতে চালু হচ্ছে হেলিকপ্টার সার্ভিস

প্রকাশিত: ১১:১০, ৩০ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১১:১২, ৩০ সেপ্টেম্বর ২০২২

শহরের ভেতর চলতে চালু হচ্ছে হেলিকপ্টার সার্ভিস

যানজট

ভারতের বেঙ্গালুরুতে যানজটে নাকাল অবস্থা গোটা শহরবাসী।  গোটা ভারতে বিশেষ দুর্নাম রয়েছে এই শহরের। আর তাই যানজট এড়াতে বেঙ্গালুরু শহরের মধ্যেই চালু হতে যাচ্ছে হেলিকপ্টার পরিষেবা। অবশ্য ট্যাক্সির মতো চাইলেই যেকোনো রুটে যাওয়া যাবে না এ হেলিকপ্টারে। 

শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিমানবন্দরে যাওয়া যাবে হেলিকপ্টারে। ১০ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে এ পরিষেবা।  শুরুতে দুটি হেলিকপ্টার চালানো হবে। 
 
এক বছরে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা। ফলে গাড়িতে যেতে যে গন্তব্যে পৌঁছাতে আগে সময় লাগত ২ ঘণ্টারও বেশি সময়, সেখানে এখন পৌঁছে যাওয়া যাবে মাত্র ১২ মিনিটে। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের দিতে হবে ৩,২৫০ টাকা, এর সঙ্গে কিছু কর যোগ হবে। 

এতে বলা হয়েছে, বেঙ্গালুরু শহরের রাস্তার যানজটের চাপ ছাপিয়ে গেছে মুম্বাইকেও।  এক বছরে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা। 

 সূত্র : আনন্দবাজার
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×