ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খবর বিবিসির

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ: বাইডেন

প্রকাশিত: ১৫:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ হয়েছে। তিনি বলেন, আপনি যদি খেয়াল করেন দেখবেন কেউ এখন মাস্ক পরছে না। সবাই স্বাভাবিক জীবনে ফিরছে। আমি মনে করি সব কিছুতেই পরিবর্তন আসছে।

তিনি আরও বলেন, আমাদের এখনও সমস্যা রয়ে গেছে তবে পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। 

এর আগে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছিলেন, আপাত দৃষ্টিতে মহামারির সমাপ্তি ঘটেছে। রবিবার‌‘সিক্সটি মিনিটস’ নামে সিবিএস-এর এক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এখনও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ‘অনেক কাজ’ করছে।

 কোভিড-১৯ এর জনস্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সতর্কতায় এখনই কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই। গত আগস্টে মার্কিন কর্মকর্তারা জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকেই এই অবস্থা জারি রয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩০২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৮৮৫ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৭০৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৬০৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।

টিএস

×