ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ন্যান্সি পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৭:০৭, ৫ আগস্ট ২০২২

ন্যান্সি পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

ন্যান্সি পেলোসি

না করার পরও বিরোধপূর্ণ তাইওয়ানে সফর করায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৫ আগস্ট) এই ঘোষণা দিয়েছে।  

এদিকে, ন্যান্সি পেলোসির ওপর ঠিক কি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি পরিস্কার করে জানায়নি দেশটি। এছাড়া পেলোসির সফরের জেরে তাইওয়ানের বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করেছে চীন। একই সঙ্গে দ্বীপটিতে বালু রপ্তানিও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে দেশটি বলছে, চীনের কঠোর বাধা ও আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যাওয়ায়, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায়, এক-চীন নীতিকে পদদলিত করায় এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকিতে ফেলায়- ন্যান্সি পেলোসির উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য, চীনের আইন অনুযায়ী পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে চীন।

জাপানে অবস্তানরত ন্যান্সি পেলোসি আজ বলেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করে ফেলার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র।

এদিকে, পেলোসির সফরের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করেছে চীন। আগামী রোববার দুপুর নাগাদ চীনের ছয়টি অঞ্চলে এই মহড়া চলবে। এতে দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়েছে তাইওয়ান।

সম্পর্কিত বিষয়:

×