বিমানবন্দরে ন্যান্সি পেলোসি
মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, বন্ধুত্বের খাতিরে আমরা তাইওয়ানে এসেছি। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ এর সময় এ কথা বলেন ন্যান্সি পেলোসি। বৈঠকে তিনি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও কথা জানান।
ন্যান্সি পেলোসি বলেন, আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে এটা দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিতে যে তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবো না। একই সঙ্গে আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তাইওয়ানের সঙ্গে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি আইন পাস হয়। এটি এমন একটি আইন যা ওয়াশিংটনকে দ্বীপটিকে আত্মরক্ষা করতে সহায়তা করতে বাধ্য করে।
এদিকে, চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তাইওয়ানে পৌঁছান পেলোসি ও তার প্রতিনিধিদল। এ সফর মার্কিন-চীনা সম্পর্ককে নতুন করে নিম্ন স্তরে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ এবং তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি সান্দ্রা ওডকির্ক তাদের অভ্যর্থনা জানান।
এমএইচ