ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন রনিল বিক্রমাসিংহে

প্রকাশিত: ১০:৫৩, ১৮ জুলাই ২০২২

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন রনিল বিক্রমাসিংহে

অস্ত্র হাতে সড়কে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্য

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে এ জরুরি অবস্থা।

বিক্রমাসিংহে একটি নোটিস জারি করেছেন, সেখানে তিনি জানিয়েছেন জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে জরুরি অবস্থা জারি করা হলো।

মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

সূত্র: কলম্বো গেজেট

×