ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বোমাতঙ্ক

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ জুলাই ২০২২

সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বোমাতঙ্ক

সান ফ্রান্সিসকো বিমানবন্দর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় বোমাতঙ্কের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

টুইট বার্তায় সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ জানায়, কর্মকর্তাদের কাছে বোমা হামলার হুমকি আসে। এরপর সন্দেহজনক বস্তু উদ্ধার করেন তারা। তবে মধ্যরাতের দিকে সবকিছু স্বাভাবিক গতিতে ফিরেছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। বোমাতঙ্কের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিমানের ফ্লাইটে বিলম্ব হতে পারে।

সূত্র: এএফপি

সম্পর্কিত বিষয়:

×