ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১

ডানাওয়ালা সরীসৃপ

প্রকাশিত: ২১:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২২

ডানাওয়ালা সরীসৃপ

স্কটল্যান্ডে ১৭ কোটি বছর আগের ডানাওয়ালা সরীসৃপের জীবাশ্ম পাওয়া গেছে। কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে জানা যায়, এই সরীসৃপের ডানা ছিল ২ দশমিক ৫ মিটার লম্বা। এ গবেষণার নেতৃত্বে ছিলেন পিএইচডি শিক্ষার্থী নাটালিয়া জাগিয়েলস্কা। এটিকে জুরাসিক যুগের নতুন প্রজাতির টেরোসর হিসেবে অভিহিত করা হয়। এটিই এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় উড়ন্ত সরীসৃপের জীবাশ্ম। স্কটল্যান্ডের আইল অব স্কাইয়ে এই জীবাশ্মের সন্ধান মেলে। - বিবিসি
×