ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট আশরাফ গানির তীব্র সমালোচনা

প্রকাশিত: ১৫:৩২, ১৬ আগস্ট ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট আশরাফ গানির তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক ॥ তালেবান কাবুল দখলে নেওয়ার প্রেক্ষাপটে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির দেশ ছাড়ায় তাকে ‘কাপুরুষ’ অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন দেশটির নাগরিকরা। তালেবান বাহিনী প্রায় বিনা বাধায় রবিবার কাবুলে প্রবেশের পর রাতে ফেসবুক পোস্টে গানি জানান, ‘সংঘাত এড়ানোর জন্যই’ তিনি কাবুল ছেড়েছেন। বিবিসি জানিয়েছে, গানির দেশত্যাগের খবরে তালেবানের সঙ্গে আলোচনায় ব্যর্থতার জন্য তাকে দায়ী করে সামাজিক যোগাযেগ মাধ্যমে নাগরিকদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান এক টুইটে প্রেসিডেন্ট গানির সমালোচনা করে বলেন, তারা আমাদের হাত পিছমোড়া করে বেঁধে জন্মভূমিকে বিক্রি করে দিয়েছে জঘন্য ওই ধনী ব্যক্তি আর তার দল। তার এই টুইটে দুই হাজারেরও বেশি লাইক দেখা গেছে। এর তিন ঘণ্টা আগেই তিনি আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করেছিলেন, রাজধানী কাবুলকে রক্ষা করবে প্রতিরক্ষা বাহিনী। ভারতে আফগান দূতাবাসের একটি টুইটেও আশরাফ গানির তীব্র সমালোচনা করা হয়। পরে অবশ্য ওই পোস্টটি মুছে ফেলা হয় এবং দূতবাসের প্রেস সচিব জানিয়েছেন, তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কাবুলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক শরীফ হাসান টুইটে বলেন, তিন মাস আগে তালেবানের সঙ্গে ভাল একটি চুক্তিতে আসতে পারতেন গানি। তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এখন তিনি পালিয়ে গেছেন। তালেবান বিরোধী আফগান জনগণকে তার ভুলের খেসারত দিতে হবে। এটা খুবই অন্যায্য। আফগান জনগণ কখনও গানি এবং তার দুই চাটুকার মহিব ও ফজলেকে (দুই উপদেষ্টা) ক্ষমা করবে না। মাত্র ১০ দিনের মধ্যে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখল করে রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে তালেবান। এরপর ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ বিষয়ে তালেবানের সমঝোতার আলোচনার মধ্যেই বিকালে জ্যেষ্ঠ সহযোগীদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হন গানি। তিনি কোথায় রয়েছেন তা জানা যায়নি। তবে তার উজবেকিস্তানে আশ্রয় নেওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
×