অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা, গ্রেফতার ও নির্যাতনের বহু অভিযোগ পাওয়া যাচ্ছে।
এবার ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ এক শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা। ওই শিশুটির নাম ইজ্জ আল-দিন নাদাল বাতাশ।
বাতাশার বাবা আবদুল করিম আল-বাতাশ বলেন, ইসরাইলের একদল সেনা হেবরনে টহল দেয়ার সময় শিশুদের আটক করতে চাইলে তারা পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত সেনারা আদালুসিয়া মার্কেটের ওই দোকানটিতে কেনাকাটা করতে যাওয়া তার ছেলের চোখে গুলি করে।
তিনি বলেন, আমার ছেলে তাদের সাথে কোনো সংঘর্ষে জড়ায়নি। সে তার চাচাতো ভাইকে নিয়ে দোকানে কেনাকাটার জন্য এসেছিল।
পরে ওই শিশুটিকে মুমূর্ষু অবস্থায় জেরুজালেম চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ফিলিস্তিনি এ শিশুটি এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আর কখনো চোখে কিছু দেখতে পারবে না।
এর আগে গত বছর ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখের দৃষ্টিশক্তি হারায় ফিলিস্তিনি শিশু মালিক ইসা। তার বয়স ৮ বছর।
জানা যায়, তিন বোনের সাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসরাইলি বাহিনীর গুলি মালিক ইসা নামে ওই ফিলিস্তিনি শিশুর চোখে আঘাত হানে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র : আরব নিউজ।