ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

জি সেভেনে রাশিয়ার অন্তর্ভূক্তি॥ যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ জার্মানির

প্রকাশিত: ১০:৩৫, ২৮ জুলাই ২০২০

জি সেভেনে রাশিয়ার অন্তর্ভূক্তি॥ যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ জার্মানির

অনলাইন ডেস্ক ॥ বিশ্বে অর্থনীতিতে এগিয়ে থাকা দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেনে (জি-৭) রাশিয়াকে অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ করে দিয়েছে জার্মানি। ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনের জবাবে জি-৭ থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল।—খবর ডয়চেভেলের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে জি-সেভেনে ফের যুক্ত করতে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস দেশের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিচ্ছেন। কারণ যে কারণে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল, সেই সমস্যার সমাধান হয়নি। সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়াকে আবার ফিরিয়ে আনার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে উল্লেখ করে মাস বলেন, ক্রেমলিন উদ্যোগী হয়ে সেই সমস্যার সমাধান করতে পারে। তবে তিনি রাশিয়ার প্রয়োজনীয়তাকে স্বীকার করে বলেন, সিরিয়া, লিবিয়া, ইউক্রেনের সমস্যার সমাধান করতে গেলে রাশিয়াকে লাগবে।
×