অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাসের সংক্রমণে প্রথম মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো হাসপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যা করোনা ভাইরাসের সংক্রমণে এ অঙ্গরাজ্যের প্রথম মৃত্যু। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১।
যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে কোভিড-১৯ আক্রান্ত অন্তত ১৫০ জন রোগী রয়েছেন। এখন পর্যন্ত মৃত ১১ জনের মধ্যে ১০ জনই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। এছাড়া, টেক্সাস ও নেব্রাস্কায়ও এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
গত সপ্তাহের শেষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ওয়াশিংটন ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় মৃত ওই বৃদ্ধ গত মাসে ‘গ্র্যান্ড প্রিন্সেস’ নামে একটি যাত্রীবাহী জাহাজে ভ্রমণ করেছিলেন। জাহাজটি সান ফ্র্যান্সিসকো থেকে ছেড়ে মেক্সিকো গিয়েছিলো। জাহাজটিকে সান ফ্র্যান্সিসকোতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ধীর গতির জন্য যুক্তরাষ্ট্রের কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে দোষারোপ করছেন। যেসব মার্কিন নাগরিকের স্বাস্থ্যবিমা করা নেই, তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে অত্যধিক খরচের প্রতিবেদন নিয়েও প্রশ্ন উঠেছে।
করোনা ভাইরাস মোকাবিলায় মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস আট দশমিক তিন বিলিয়ন ডলার অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে।