ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইয়েমেনের বন্দিশালায় মার্কিন হামলা, নিহত ৬৮

প্রকাশিত: ২০:৪৫, ২৮ এপ্রিল ২০২৫

ইয়েমেনের বন্দিশালায় মার্কিন হামলা, নিহত ৬৮

মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধকবলিত দেশ ইয়েমেনের একটি বন্দিশালায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৬৮ জন। আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন। সোমবার ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টেলিভিশন চ্যানেল মাসিরাহ টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগেরদিন রবিবার ২৭ এপ্রিল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সাদাহ’-এর একটি বন্দিশালায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই বন্দিশালায় যারা ছিলেন তারা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক এবং ইয়েমেনের সীমান্ত দিয়ে চোরাইপথে আমিরাত-সৌদি বা উপসাগরীয় অঞ্চলের অন্যান্য ধনী দেশে যাওয়ার জন্য দেশটিতে প্রবেশ করেছিলেন। -বিবিসি।

প্যানেল

×