ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

রাত পোহায় না গাজায়, কবরস্থান হয়ে উঠেছে ঘুমের ঠিকানা

প্রকাশিত: ১০:৫৫, ২৪ এপ্রিল ২০২৫

রাত পোহায় না গাজায়, কবরস্থান হয়ে উঠেছে ঘুমের ঠিকানা

ছবি: সংগৃহীত

বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ৪৫ জন নিহত ও ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্র। রাতভর ও ভোররাতের হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ছে।

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা গাজায় “খাদ্য ও ত্রাণ গুদাম বোমা মেরে ধ্বংস করার” তার অবস্থানকে সমর্থন করেছেন।

ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গত ১৮ মাসে এখন পর্যন্ত অন্তত ৫১,৩০৫ ফিলিস্তিনি নিহত ও ১,১৭,০৯৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

গাজা সরকার পরিচালিত গণমাধ্যম দপ্তর জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০-এরও বেশি হতে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত ও দুই শতাধিক মানুষ অপহৃত হয়েছিল বলে জানানো হয়েছে।


সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/24/live-israel-kills-at-least-40-in-attacks-on-tent-shelters-school-in-gaza

আবীর

×