
ইসরাইলের বিমান ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। বুধবার ভোরে ওই ঘটনায় সতর্কীকরণ সাইরেন বেজে উঠলে আত্মরক্ষার জন্য ইসরাইলি বসতি স্থাপনকারীরা আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকে। ইসরাইলি সংবাদমাধ্যম থেকে জানা যায়, উত্তর ইসরাইলে বসতি স্থাপনকারীরা বিশটির মতো বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ধারণা করা হয়, ক্ষেপণাস্ত্রটি হাইফার দক্ষিণে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়। ইসরাইলি দখলদার বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করে। খবর ইরনার।
এদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ইউনিট জানায়, দখলকৃত হাইফায় শত্রুপক্ষের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে। এ ছাড়াও হুতি বিদ্রোহীদের ইউএভি ইউনিট দখলকৃত ইয়াফায় (জাফা) একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
প্যানেল