
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় ১২ জন নিহত হয়েছেন। ইয়েমেনের হুতি সমর্থিত টেলিভিশন আল-মাসিরাহ জানিয়েছে, হোদেইদাহ বন্দর ও বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ১৩টি বিমান হামলা চালিয়েছে। এর দুই দিন আগে হোদেইদাহর রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮০ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছিলেন। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।