ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সৌদিতে ভিসা জালিয়াতির অভিযোগে আটক ৫ শতাধিক হজযাত্রী

প্রকাশিত: ২০:০৩, ১৮ এপ্রিল ২০২৫

সৌদিতে ভিসা জালিয়াতির অভিযোগে আটক ৫ শতাধিক হজযাত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় হজে যাওয়ার পথে ভিসা জালিয়াতির অভিযোগে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

সৌদি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃতরা বৈধ হজ ভিসা না দেখাতে পারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা মূলত ট্রানজিট ও ভিজিট ভিসায় দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন, যা হজ পালনের জন্য বৈধ নয়।

বিবৃতিতে আরও জানানো হয়, দ্রুত এসব যাত্রীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ইসলামে হজ ধর্মীয়ভাবে ফরজ একটি ইবাদত, যা শুধু বৈধ হজ ভিসাধারী মুসল্লিদের জন্যই নির্ধারিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এই বিশাল জনস্রোত সামলাতে এবং পবিত্র স্থানগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সৌদি সরকার সম্প্রতি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যেসব যাত্রীর ভিসায় কোনো জটিলতা বা জালিয়াতির প্রমাণ মিলবে, তাদের হজ পালনের সুযোগ দেওয়া হবে না এবং দেশে ফেরত পাঠানো হবে।

এ ঘটনার পরপরই মিসরের পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে নাগরিকদের সতর্ক করেছে। তারা বলেছে, হজ করতে ইচ্ছুক নাগরিকরা যেন কেবল সরকারি অনুমোদনপ্রাপ্ত এজেন্সির মাধ্যমেই হজ কার্যক্রম সম্পন্ন করেন এবং কোনোভাবেই ব্যক্তিগত বা অনুমোদনহীন সংস্থার প্রলোভনে না পড়েন।

চলতি বছর ৪ বা ৫ জুন হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই এই ঘটনা হজ ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সতর্কতার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

এসএফ 

×