ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইরানের পাশে সৌদি আরব, খামেনি দিলেন যে বার্তা

প্রকাশিত: ১১:২৮, ১৮ এপ্রিল ২০২৫

ইরানের পাশে সৌদি আরব, খামেনি দিলেন যে বার্তা

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার পূর্বে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার তেহরানে সফর করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সৌদি বাদশাহ সালমানের একটি বার্তা তিনি খামেনির কাছে পৌঁছে দেন। আলোচনায় দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। খামেনি বলেন, “ইরান ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্ক উভয় দেশের জন্যই কল্যাণকর।”

২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরান-সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর থেকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

এ সফর এমন এক সময়ে হয়েছে, যখন পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তেহরানে অবস্থান করছেন জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি, যিনি সতর্ক করে বলেছেন, সমঝোতার জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

আগামী শনিবার রোমে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে, ওমানের মধ্যস্থতায়। এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু চুক্তি বাতিল করে দেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে সেই ‘সর্বোচ্চ চাপ’ নীতিই চালিয়ে যাচ্ছেন।

ইরান বর্তমানে পারমাণবিক সমৃদ্ধকরণ ৬০ শতাংশ পর্যন্ত নিয়ে গেছে, যা অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। যদিও আইএইএ-এর পর্যবেক্ষণ কার্যক্রমে কিছু বাধা সৃষ্টি হয়েছে, সম্পূর্ণভাবে তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়নি।

খামেনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল অনিশ্চিত। তিনি বলেন, “আলোচনাগুলো সফলও হতে পারে, আবার ব্যর্থও হতে পারে।”

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে, যদিও তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে।

 

সূত্র: https://www.aljazeera.com/news/2025/4/17/saudi-defence-minister-visits-tehran-before-iran-us-talks

আবীর

×