ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

প্রকাশিত: ১৯:৩৮, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৪, ১৬ এপ্রিল ২০২৫

ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। প্রস্তাবটিতে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানানো হয়েছিল, তবে যুদ্ধের স্থায়ী সমাপ্তি কিংবা গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না।

যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “হামাসের প্রধান দাবি হলো স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার। কিন্তু ইসরায়েলের প্রস্তাবে এসবের কোনো নিশ্চয়তা নেই। বরং হামাসের কাছে থাকা জীবিত জিম্মিদের অর্ধেক মুক্তির শর্ত আরোপ করা হয়েছে।”

তিনি আরও জানান, মিসরের মাধ্যমে প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছায়, যেখানে স্পষ্টভাবে সংগঠনটিকে নিরস্ত্র হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনি নেতাদের মতে, এটি হামাসের জন্য একটি ‘রেডলাইন’ বা অতিক্রমযোগ্য সীমা।

এদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত রয়েছে, তবে এর বিনিময়ে যুদ্ধের পূর্ণ সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চায়।

ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে সময়ক্ষেপণ করছে এবং যুদ্ধ দীর্ঘায়িত করছে—জিম্মিদের উদ্ধারের অজুহাতে।

যদিও মিসরের মধ্যস্থতায় আলোচনার কিছু অগ্রগতি হয়েছে বলে জানা গেছে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতির খবর দিতে পারেনি।

এর মধ্যেই গাজায় ইসরায়েলের নৃশংস ও নির্বিচার হামলার ১৮ মাস পার হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক সতর্কতায় বলা হয়েছে, এই সময়ের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এর কয়েক দিন পরই ইসরায়েল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির একটি প্রস্তাব তুলে ধরে।

পাল্টা প্রতিক্রিয়ায়, হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোতে দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে। তবে আলোচনার ফলাফল এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।

সূত্র: বিবিসি
 

সায়মা ইসলাম

×