
ছবি: সংগৃহীত
গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবারো চিঠি পাঠিয়েছেন দেড়শ সেনা সদস্য। ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্ত ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তাঁরা যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানান।
চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর গোলানী ব্রিগেডের সদস্যরা।
এর আগে গেল সপ্তাহেই নেতানিয়াহুর কাছে পৃথকভাবে চিঠি পাঠিয়েছেন বিমান বাহিনীর প্রায় ১,০০০ সদস্য এবং গোয়েন্দা বিভাগের শত শত সদস্য। একই দাবিতে ২০০ সামরিক চিকিৎসকও আলাদা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন।
সামরিক বাহিনীর ভেতর থেকেই যুদ্ধবিরোধী আহ্বান জোরালো হওয়ায় সরকারের ওপর চাপ বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
তবে এই আন্দোলনের জবাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের চিঠিতে স্বাক্ষর করলেই সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হবে।
ভিডিও দেখুন: https://youtu.be/WtKuZ5X7hxE?si=Cx6obYmsXZt4Nmcm
এম.কে.