
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৫১,০০০ জন নিহত এবং ১১৬,৩৪৩ জন আহত হয়েছেন।
সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, যাদের মৃত বলে ধরা হচ্ছে।
অন্যদিকে, হামাস এক নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে এবং তারা “যত দ্রুত সম্ভব” এ বিষয়ে জবাব দেবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি। তিনি আল জাজিরাকে বলেন, “হামাসকে নিরস্ত্র করার প্রস্তাব শোনাও পর্যন্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/15/live-israel-hamas-say-negotiations-underway-as-israel-attacks-gaza-tents
আবীর