ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনকে নিয়ে আশির দশকে হানিফ সংকেতের কন্ঠে গাওয়া গান ফের আলোচনায়!

প্রকাশিত: ০১:০২, ১৪ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনকে নিয়ে আশির দশকে হানিফ সংকেতের কন্ঠে গাওয়া গান ফের আলোচনায়!

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে এক পুরনো গান—ফিলিস্তিনকে ঘিরে আবেগে ভরা এই গানটি গেয়েছিলেন দেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। ১৯৮০-এর দশকে রেকর্ড করা এই গানটি আবারও ভাইরাল হয়ে পড়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, যখন ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

গানটির প্রতিটি লাইনে ফুটে উঠেছে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা, প্রতিবাদ এবং সংগ্রামের চিত্র। গানের শুরুতেই গাওয়া হয়:
"ফিলিস্তিন আহা আমার রক্ত গোলাপের দেশ
ফিলিস্তিন সাগরের ঝুলের মত দুখিনি মায়ের কান্নার মত..."

এই পংক্তিগুলোতেই যেন ধরা পড়ে ফিলিস্তিনের দীর্ঘদিনের দুঃখগাথা এবং বেদনাভরা ইতিহাস। গানটিতে ইয়াসির আরাফাতের নাম উল্লেখ করে তাঁকে "বীর অজয়" বলে সম্মান জানানো হয়েছে, পাশাপাশি বৈরুতের যুদ্ধক্ষেত্রে ফিলিস্তিনি মুক্তিসেনাদের বীরত্বের কথাও তুলে ধরা হয়েছে।

একটি দেশের নাম যখন হয়ে ওঠে একটি যুদ্ধের নাম, তখন সেটি শুধু একটি ভূখণ্ড নয়, হয়ে ওঠে সংগ্রামের প্রতীক। গানে বলা হয়—
"একটি দেশের নাম একটি যুদ্ধের নাম
শত্রু দখলের রক্ত গোলাপের মত দেশের নাম..."

পেছনে বাজতে থাকা আবেগঘন সুরের সঙ্গে হানিফ সংকেতের আবৃত্তির মতো গায়কী গানটিকে দিয়েছে এক অনন্য মাত্রা। সেই সময়ের অনেকেই গানটির কথা ও সুরকে মনে রেখেছেন বহু বছর পরও। বর্তমান প্রজন্মের অনেকেই এই গানটি নতুন করে আবিষ্কার করছেন সোশ্যাল মিডিয়ায়।

গানের শেষ অংশে আরাফাত ও ফিলিস্তিনি সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়—
"যারা বৈরুতে করেছে লড়াই
যারা মৃত্যুকে করেছে জয়..."

সাম্প্রতিক ফিলিস্তিন সংকটের প্রেক্ষাপটে এই গানটি যেন নতুন করে আবেগ ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়ে। আশির দশকের এই অমূল্য সৃষ্টি এখন নতুন প্রজন্মের কাছেও এক গর্বিত স্মারক।

ভিডিও দেখুন: https://youtu.be/zI3EdzOnFis?si=1zQVqKyA-T1MVxt_

এম.কে.

আরো পড়ুন  

×