ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিন নিয়ে বিটিভির আশির দশকের যে জনপ্রিয় অনুষ্ঠান ফের ভাইরাল!

প্রকাশিত: ২১:৩৩, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩৪, ১৩ এপ্রিল ২০২৫

ফিলিস্তিন নিয়ে বিটিভির আশির দশকের যে জনপ্রিয় অনুষ্ঠান ফের ভাইরাল!

ছবি: সংগৃহীত

আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ -এর একটি আবেগঘন পর্ব সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ফিলিস্তিন জাতির ইতিহাস, বেদনা আর সংগ্রামের করুণ কাহিনী উপস্থাপন করা হয়েছিল। ভিডিওটির প্রতিটি দৃশ্য আর কথন আজও দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়।

এই প্রতিবেদনে উঠে এসেছে— ফিলিস্তিন, যে ভূমিতে এক সময় প্যালেস্টিনিয়ানরা শান্তিপূর্ণভাবে বাস করত, কিভাবে ইতিহাসের করাল গ্রাসে পরিণত হয়েছে এক অসীম ট্র্যাজেডিতে। তুর্কি সাম্রাজ্যের অন্তর্গত এই অঞ্চল ১৯১৭ সালে ব্রিটিশদের হাতে আসে ম্যান্ডেটরি পাওয়ার হিসেবে। এরপর থেকেই বহিরাগত ইহুদিদের আগমন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হলে, হাজার হাজার আরব প্যালেস্টিনিয়ান গৃহহীন হয়ে পড়ে, বিতাড়িত হয় নিজ ভূমি থেকে।

ভিডিওটির বর্ণনায় উঠে আসে এক বৃদ্ধ আরবের করুণ মুখচ্ছবি, যে আজও হাতে ধরে রেখেছে তার ফেলে আসা বাড়ির চাবি— ফিরে যাবার এক আশায়। তার চোখে এখনো সেই পবিত্র ভূমির স্বপ্ন। প্যালেস্টিনিয়ান শিশুরা তাদের পাঠ্যপুস্তক খুলে পড়ে, “একটি পাখির বাসা আছে, একটি খরগোশের গর্ত আছে, একটি গরুর গোয়াল আছে... কিন্তু আমাদের তো কোনো দেশ নেই।”

১৯৪৮ সালে গৃহচ্যুত হওয়া লাখো আরব বাস্তুহারা হয়ে জর্ডান নদীর পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) এবং গাজা উপত্যকার মতো স্থানে আশ্রয় নেয়। কেউ কেউ ছড়িয়ে পড়ে সিরিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং লেবাননের মতো প্রতিবেশী দেশে। ইসরায়েলের সাথে বিভিন্ন সময়ে আরব দেশগুলোর যুদ্ধ হয়, কিন্তু ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আজও অধরা। জাতিসংঘের একাধিক বৈঠকে আলোচনা হলেও, ইসরায়েল সেসব প্রস্তাবকে 'মূল্যহীন কাগজের টুকরো' বলে প্রত্যাখ্যান করে।

১৯৬৪ সালে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গঠিত হয় প্যালেস্টিনিদের সংগঠিত প্রতিরোধের লক্ষ্যে। লেবাননের বস্তিগুলোতে গড়ে ওঠা পিএলও ঘাঁটি দখল করতে ইসরায়েল একাধিকবার সীমান্ত অতিক্রম করে হামলা চালিয়েছিল। কিন্তু তারা প্রতিরোধ ভাঙতে পারেনি। শিশু-কিশোররা তখন থেকেই অস্ত্রধারণ আর প্রতিরক্ষা কৌশলে নিজেকে প্রস্তুত করতে থাকে—স্বপ্ন একটাই, একটি স্বাধীন ফিলিস্তিন।

ভিডিওটির শেষাংশে উঠে আসে এক সংগ্রামী কণ্ঠ—
“আমার দেশের জন্য আমার আত্মা অমর, আমি বেঁচে থাকব চিরকাল, যেমন করে বাঁচে নদী আর পাহাড়। যতদিন আমার জন্মভূমি আমায় ডাকবে, আমি ফিরে আসব।”

এই বিটিভি অনুষ্ঠানটি এখন শুধু ইতিহাস নয়, বরং প্রজন্মের পর প্রজন্মে একটি মানবিক বার্তা বহন করে চলেছে— অন্যায়, দখলদারিত্ব আর নিপীড়নের বিরুদ্ধে একটি নিঃশব্দ প্রতিবাদ। ভিডিওটি বর্তমানে ভাইরাল হওয়ায় তরুণ প্রজন্ম নতুনভাবে জানতে পারছে সেই সময়কার মিডিয়া কণ্ঠে উচ্চারিত ফিলিস্তিনের বেদনার ইতিহাস।

ভিডিও দেখুন: https://youtu.be/TGEBb_zM50k?si=Eloq3C5VSwuimOWc

এম.কে.

×