
ছবি: সংগৃহীত
উত্তর গাজা শহরের আল আলি হাসপাতাল লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার পর হাসপাতালের চিকিৎসকরা আহত ও রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এই হামলার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবির এবং দক্ষিণের খান ইউনিস এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে, গাজায় চলমান সংঘর্ষ থামাতে মিশরের মধ্যস্থতায় কায়রোতে শান্তি আলোচনা চলছে, যেখানে হামাসের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/13/live-israel-threatens-more-attacks-as-it-cuts-off-rafah-from-rest-of-gaza
আবীর