ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক জরুরি আবেদন জানিয়েছে

প্রকাশিত: ১৮:৩৬, ১০ এপ্রিল ২০২৫

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক জরুরি আবেদন জানিয়েছে

ছবি: সংগৃহীত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক জরুরি আবেদন জানিয়েছে, ইসরায়েলের এক মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধের কারণে গাজার হাসপাতালগুলোতে ওষুধের মজুদ "অত্যন্ত সংকটজনক" এবং "অভূতপূর্বভাবে কমে গেছে"।

গাজা সিটির শুজাইয়া এলাকায় বসতবাড়িগুলোর উপর একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৫৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে এখনও প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন।

এছাড়া, দখলকৃত পশ্চিম তীরের বলাতা শরণার্থী শিবির ও কাছাকাছি নাবলুস এলাকায় ইসরায়েলি বাহিনী একটি বড় ধরনের অভিযান চালিয়েছে।
 

সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/10/live-israel-kills-35-as-gaza-city-neighbourhood-block-bombed-to-rubble

আবীর

×