ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

মারা গেছেন ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মনসুর

প্রকাশিত: ১০:৩৭, ৮ এপ্রিল ২০২৫

মারা গেছেন ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মনসুর

ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ গাজার সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। ওষুধ সরবরাহের তীব্র সংকটের মাঝে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও প্রাণে বাঁচানো যায়নি ফিলিস্তিনি এই সাংবাদিককে।

সোমবার গাজার নাসের হাসপাতালের কাছে গণমাধ্যমকর্মীদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আগুন ধরে যায় সেই তাঁবুটিতে। আর সেই হামলায় গুরুতর জখম হওয়ায় সেখান থেকে বের হতে পারছিলেন না ঐ সাংবাদিক। একপর্যায়ে আগুনে পুড়তে হয়েছিল তাকে। বিভৎস এই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। পরে আহমেদ মনসুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই হামলায় প্রাণ যায় আরো দুইজনের। তাদের মধ্যে একজন 'প্যালেস্টাইন টুডে' নামক একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ছিলেন।

স্মরণকালের সবচেয়ে বেশি সংবাদকর্মী প্রাণ হারিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে।

আবীর

×