ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

খান ইউনিসে সতর্কতা ছাড়াই হামলা, প্রাণ হারালো অন্তত ৮ শিশু

প্রকাশিত: ০৯:১৬, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৫৬, ৭ এপ্রিল ২০২৫

খান ইউনিসে সতর্কতা ছাড়াই হামলা, প্রাণ হারালো অন্তত ৮ শিশু

ছবি: সংগৃহীত

গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ প্রাণ গেছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জবাবে আক্রমণের তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল আবিব।

দেইর আল-বালাহর আরও পাঁচটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। কোনো রকম সতর্কবার্তা ছাড়াই ভয়াবহ হামলা হয়েছে খান ইউনিসে, যেখানে প্রাণ হারিয়েছে অন্তত ৮ শিশু। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে একাধিক মরদেহ।

উপত্যকার অন্যান্য অংশেও চলছে অব্যাহত হামলা। লক্ষ্য করা হচ্ছে বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবুগুলোকে।

 

: https://www.youtube.com/watch?v=d4Ls9oDzIbU

আবীর

×