
ছবি: সংগৃহীত
গাজা সিটির আল-আহলি হাসপাতালে এখন আর আহতদের চিকিৎসা দেওয়ার কোনো জায়গা নেই বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মার্চ ১৮ তারিখে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে প্রতিদিন গাজায় অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থা UNRWA’র প্রধান।
হামাস সতর্ক করে জানিয়েছে, গাজায় অবশিষ্ট যে বন্দিরা রয়েছেন, তাদের অর্ধেকই এখন তীব্র ঝুঁকির মধ্যে আছেন, কারণ তারা এমন এলাকায় রয়েছেন যেগুলোতে ইসরায়েল নতুন করে সামরিকভাবে দখল ও জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করেছে।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/5/live-israeli-attacks-kill-injure-100-children-each-day-in-gaza-un
আবীর