
ছবি: সংগৃহীত
গত এক দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে গাজার শহরে স্থানান্তরিত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া স্কুলে তিনটি পৃথক হামলায় ৩৩ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা ও শিশু
ইসরায়েল গাজা শহরের দক্ষিণ এলাকার আরও বাসিন্দাদের জোরপূর্বক তাড়ানোর আদেশ দিয়েছে, যেহেতু জাতিসংঘের হিসাব অনুযায়ী মার্চ ১৮ তারিখে গাজায় সংঘাত পুনরায় শুরু হওয়ার পর প্রায় ২৮০,০০০ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।
গাজায় ইসরায়েলের সম্প্রতি ১৫ জন চিকিৎসক ও জরুরি কর্মীকে হত্যা করা, যা একটি সম্ভাব্য যুদ্ধাপরাধ, একে "গাজার বিরুদ্ধে যুদ্ধে সবচেয়ে অন্ধকারতম মুহূর্তগুলোর একটি" হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/4/live-israel-kills-mostly-children-as-33-massacred-in-gaza-school-attacks
আবীর