ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইসরায়েল গাজার খান ইউনিসে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে

প্রকাশিত: ১৯:০৪, ৩ এপ্রিল ২০২৫

ইসরায়েল গাজার খান ইউনিসে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে

ছবি: সংগৃহীত

ইসরায়েল গাজা শহরের খান ইউনিসে একটি তাঁবু শিবির এবং কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে। আজ সকালে ইসরায়েলের হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যেগুলোর মধ্যে একটি উদ্বাস্তু শিবিরও রয়েছে, ইসরায়েল বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।

হাঙ্গেরি ঘোষণা করেছে যে, তারা আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করবে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং তিনি বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন দেশটি সফর করছেন।

ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার দামেস্ক, হামা এবং হোমস প্রদেশে নতুন হামলার কথা নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, এ হামলায় ৯ জন নিহত হয়েছেন।
 

সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/3/live-israel-kills-almost-80-palestinians-in-gaza-attacks-bombs-un-clinic

আবীর

×