ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

গাজায় ঈদের শোক, আমার বোন ছিল প্রতিটি ঈদের আনন্দ, এখন সে নেই

প্রকাশিত: ০০:৫৬, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৫৯, ১ এপ্রিল ২০২৫

গাজায় ঈদের শোক, আমার বোন ছিল প্রতিটি ঈদের আনন্দ, এখন সে নেই

ছবি: সংগৃহীত

গাজায় ঈদুল ফিতর এবার আনন্দের নয়, শোকের। বোমার আঘাতে বিধ্বস্ত ভবন, ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাওয়া প্রাণ আর নিরব কান্নার মাঝেই কাটছে এই উৎসবের দিনগুলো।

গাজার এক তরুণী তার ছোট বোনকে হারানোর বেদনা প্রকাশ করে বলেছেন, "আমরা একসাথে ১৩টি ঈদ কাটিয়েছি, আর প্রতিটি ঈদের প্রাণ ছিল রাহাফ। কিন্তু এবার কিছুই প্রস্তুত নয়, কোথাও যাওয়ার নেই, রাহাফও নেই।"

গত বছরের ২৮ ডিসেম্বর ইসরায়েলি বোমা হামলায় তার ছোট বোন রাহাফ নিহত হয়। মধ্যরাতে পাশের বাড়িতে বোমা পড়লে তাদের বাড়িও ধসে পড়ে, আর সেই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে রাহাফ।

গাজার বাস্তবতা এখন শোক আর বেদনার। সেখানে ঈদের হাসির বদলে চোখে জল, নতুন পোশাকের বদলে ধূলিমাখা পরিধান, মিষ্টির সুগন্ধের বদলে ভয় আর অনিশ্চয়তার অনুভূতি।

শিশুরাও আজ ভীত, স্বজন হারানোর যন্ত্রণায় প্রশ্ন তুলছে—"কেন আমাদের বাড়ি নেই? কেন আমাদের প্রিয়জনদের নিয়ে যাওয়া হলো?"

এই তরুণী বলেন, "আমি চাই গাজার সব শিশুদের আমার হৃদয়ে লুকিয়ে রাখতে, যেন তারা সন্ত্রাস, ভয় আর শোক থেকে রক্ষা পায়। কিন্তু শোকেরও অবকাশ নেই এখানে।"

যুদ্ধ কেবল ভবন নয়, পরিবারকেও ধ্বংস করে দেয়। তবুও গাজার মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। অস্তিত্ব টিকিয়ে রাখার এই প্রতিরোধই তাদের শেষ আশা।

সূত্র: আল-জাজিরা

এম.কে.

×