ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা করলেন জেরুজালেমের মুফতি

প্রকাশিত: ০০:১০, ৩০ মার্চ ২০২৫

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা করলেন জেরুজালেমের মুফতি

জেরুজালেমের গ্র্যান্ড মুফতি মুহাম্মদ আহমদ হুসেইন ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা করেছেন।রবিবার(৩০ মার্চ) ফিলিস্তিনে ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে উদযাপিত হবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, “আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পৈশাচিক আক্রমণ অবিলম্বে থেমে যায়। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের জাতিকে কল্যাণ, জ্ঞান, শক্তি এবং সম্মান প্রদান করেন। 

আরও প্রার্থনা করি যে, আল্লাহ আমাদের মাটি, আমাদের পবিত্র শহর জেরুজালেম, আল-আকসা মসজিদ এবং আমাদের বন্দীদের মুক্তি দান করেন, যেন তারা দখলদারের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারে।”

এই ঘোষণা যখন করা হচ্ছে, তখন গাজা অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত কঠিন। গাজা এখন পুরোপুরি ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে এবং সেখানে চলছে অবিরাম বোমাবর্ষণ, যা বহু মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, এক ধরনের গণহত্যার সমান। এ অবস্থায়, গাজার মানুষ ঈদ উদযাপন করলেও তা এক ভিন্ন বাস্তবতায়, যা তাদের দুঃখ-কষ্টের মাঝেও ঈদের আনন্দকে এক বিশেষভাবে উপলব্ধি করার সময় হয়ে দাঁড়িয়েছে।

ঈদ হলো এক বিশেষ উৎসব, যেখানে মুসলিমরা রোজা পালন শেষে একে অপরকে শুভেচ্ছা জানায়, তবে গাজা ও পুরো ফিলিস্তিনের মানুষের জন্য এই ঈদ একটু ভিন্ন। তাদের ঈদ হলো এক ধরনের সংগ্রাম, এক ধরনের আশা এবং তাঁদের মুক্তির প্রার্থনা, যাতে একদিন সত্যি সত্যি তারা তাদের স্বাধীনতা ও শান্তি ফিরে পায়।

সূত্র: আল-জাজিরা

আফরোজা

×