
ছবি: সংগৃহীত
গাজা সিটি ও খান ইউনিসে ইসরায়েলের পূর্বাহ্ন আক্রমণে ১০ জন নিহত হয়েছে, তাদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। এই হামলার ফলে মৃতের সংখ্যা বাড়ছে। ইসরায়েল ১০ দিন আগে গাজা যুদ্ধবিরতি ভেঙে দিয়েছিল।
ইসরায়েল জানিয়েছে যে, তারা "যে কোনো হুমকির বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে প্রস্তুত" এবং দক্ষিণ লেবানন থেকে দুটি রকেট ছোঁড়ার পর এমন হুমকি দিয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করেছে যে, গাজার হাজার হাজার ফিলিস্তিনি মারাত্মক ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, কারণ গত তিন সপ্তাহে কোনো সাহায্য গাজার ভেতরে প্রবাহিত হয়নি।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/28/live-israeli-attacks-kill-almost-40-people-in-gaza-over-past-24-hours
আবীর