ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ইসরায়েল গাজায় ২৫ জনকে হত্যা করেছে, লেবাননে ৪ জন নিহত

প্রকাশিত: ১৮:৩৮, ২৭ মার্চ ২০২৫

ইসরায়েল গাজায় ২৫ জনকে হত্যা করেছে, লেবাননে ৪ জন নিহত

ছবি: সংগৃহীত

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২ জন আহত হয়েছে, জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাসের মুখপাত্র আবদুল-লতিফ আল-কানোয়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে নিহত হয়েছেন বলে জানানো হয়েছে, এবং গ্রুপটি প্রতিশ্রুতি দিয়েছে যে, নেতৃবৃন্দ ও মুখপাত্রদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা তাদের মনোবল ভেঙে ফেলতে পারবে না।

লেবাননে, ইয়োহমোর আল-শাকিফ নামক দক্ষিণাঞ্চলীয় শহরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে, বলে জানায় স্থানীয় মিডিয়া ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েল দাবি করেছে যে, তারা দক্ষিণ লেবাননের দেরদঘাইয়া এলাকায় একটি হিজবুল্লাহ কমান্ডারকেও হত্যা করেছে।

ইসরায়েলি বাহিনী সিরিয়াতেও হামলা চালিয়ে যাচ্ছে, লাতাকিয়া উপকূলীয় শহরটির আশেপাশে একাধিক আক্রমণ চালানো হয়েছে, বলে জানায় সিরিয়ার মিডিয়া।


সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/27/live-israels-relentless-bombardment-kills-26-palestinians-in-gaza

আবীর

আরো পড়ুন  

×