ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ইসরাইলি বিমানবন্দরে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ২১:১০, ২৬ মার্চ ২০২৫

ইসরাইলি বিমানবন্দরে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুতিরা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলার দাবি করেছে। গত কয়েক দিনের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা। বুধবার ইয়েমেনি হুতি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলার কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। তারা মধ্য ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর ইরনার।
গোষ্ঠীটি আরও জানিয়েছে, বিমানবন্দরে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যা গত কয়েক দিনের মধ্যে পঞ্চম আক্রমণ। পাশাপাশি তাদের বাহিনী লোহিত সাগরে শত্রু মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলার বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি। হুতিদের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইল কোনো মন্তব্য করেনি। তবে সোমবার রাতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। স্থানীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা।

×