
ইউক্রেন যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ইউক্রেন এবং মার্কিন প্রতিনিধিদল। সোমবার সৌদি আরবের রিয়াদে এই আলোচনায় অংশ নেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক বলে জানায় কিয়েভ। খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানান, জ্বালানি সুবিধা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার প্রস্তাব নিয়ে ইউক্রেন এবং মার্কিন প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনার আগে সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক সংঘাতের অবসানের সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। ফক্স নিউজকে উইটকফ বলেন, আমি মনে করি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শান্তি চান। সৌদি আরবে যুক্তরাষ্ট ও রাশিয়ার আলোচনায় আপনারা বিশেষ অগ্রগতি দেখতে পাবেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বৈঠক নিয়ে ইতিবাচক কথা বলেছেন। তিনি জানান, আলোচনায় তার দেশের প্রতিনিধিদল সম্পূর্ণ গঠনমূলকভাবে কাজ করেছে। তিনি বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। তবে জেলেনস্কি একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, আজ আমরা আমাদের অংশীদারদের যাই বলি না কেন, পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধ করার একটি বাস্তব আদেশ দিতে হবে।