ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

হামাসের আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করল ইসরাইল

গাজা সীমান্তে নতুন বিমানবন্দর

প্রকাশিত: ২০:৫২, ২৪ মার্চ ২০২৫

গাজা সীমান্তে নতুন বিমানবন্দর

সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরাইল

ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল। দেশটির দক্ষিণ প্রান্তে এই নতুন বিমানবন্দর তৈরিতে এরই মধ্যে চূড়ান্ত অনুমোদন দিয়ে ইসরাইলের অর্থনৈতিক বিষয়ক কমিটি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যে অঞ্চলে হামলা চালিয়েছিল, সেখান থেকে এটির দূরত্ব খুব বেশি নয়। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তাণ্ডব অব্যাহত রয়েছে। সোমবার উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন হামাসের এক জ্যেষ্ঠ নেতা। চলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। খবর রয়টার্সের। ইসরাইলের সংসদে অনুমোদনের অপেক্ষায় থাকা একটি বিল অনুসারে, নেভাতিম শহরে এই বিমানবন্দরটি নির্মিত হবে। গাজা সীমান্ত থেকে এই শহরের দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। সড়কপথে এক ঘণ্টার রাস্তা। বিমানবন্দরটি যেখানে তৈরি হবে তার পাশেই রয়েছে একটি সামরিক ঘাঁটি। নেগেভ মরুভূমির ওপর সামরিক ঘাঁটিতে রয়েছে ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান। গত বছরের অক্টোবরে ইরান এই বিমান ঘাঁটিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তেলআবিব থেকে প্রায় ১৩২ কিলোমিটার দূরে অবস্থিত নতুন বিমানবন্দরটি তৈরি করতে সাত বছর সময় লাগবে। বছরে প্রায় দেড় কোটি যাত্রী পরিবহন করতে পারবে এই বিমানবন্দরটি। ইসরাইলের প্রধান বিমানবন্দর হিসেবে দেখা হয় তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে। বছরে চার কোটি যাত্রী যাতায়াত করার মতো ব্যবস্থা রয়েছে ওই বিমানবন্দরে। ২০৫০ সালের মধ্যে ওই বিমানবন্দরে আট কোটি যাত্রীর চাপ আসতে পারে। এদিকে অধিকৃত পশ্চিমতীরে ১৩টি ইহুদি বসতি এলাকাকে আশপাশের এলাকাগুলো থেকে আলাদা ঘোষণা করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ। সোমবার ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মোটরিচ এ বিষয়ে বলেছেন, বসতি এলাকাগুলো শেষ পর্যন্ত স্বাধীন হিসেবে স্বীকৃতি পাবে। পশ্চিমতীরজুড়ে কয়েক হাজার আবাসনের অনুমোদনের পর এমন পদক্ষেপ নেওয়া হলো। অন্যদিকে ইসরাইলের প্রধান বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

×