
ছবি: সংগৃহীত
গাজার ওপর ইসরায়েলের নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ অব্যাহত রয়েছে, যেখানে ভোর থেকে শুরু হওয়া হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্রে আল জাজিরাকে জানানো হয়েছে।
এই নতুন হামলা আসে কয়েক ঘণ্টা পরই, যখন ইসরায়েলি বাহিনী গাজার নাসের হাসপাতালে বোমা হামলা চালায়, যেখানে অন্তত দুজন নিহত হন, যার মধ্যে হামাস নেতা ইসমাইল বারহুমও ছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রাজধানী সানার একটি ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। এতে অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
সূত্র: https://www.aljazeera.com/amp/news/liveblog/2025/3/24/live-israel-kills-46-in-gaza-including-two-hamas-officials
আবীর