ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ইসরায়েলি মিডিয়ায় ‘অদৃশ্য’

প্রকাশিত: ২১:৪৭, ২৩ মার্চ ২০২৫

গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ইসরায়েলি মিডিয়ায় ‘অদৃশ্য’

গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা, বিশেষত নিরপরাধ নাগরিকদের, তা ইসরায়েলি মিডিয়াতে সেভাবে সম্প্রচারিত হয় না। দখলকৃত ভূখণ্ড থেকে প্রতিদিন যে ছবিগুলি আমরা দেখি, তা ইসরায়েলি মিডিয়াতে সম্প্রচারিত হয় না।


এ কারণে ইসরায়েলি জনগণের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে তারা ঠিক কী ঘটছে তা জানে না। তারা জানে যে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক আক্রমণ চালাচ্ছে, কিন্তু তারা জানে না আসলে মানবিক ক্ষতি কতটা হচ্ছে।


দেশটির শক্তি মন্ত্রী এলি কোহেন কয়েক সপ্তাহ আগে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম বিমান হামলার পর, যখন ইসরায়েল অস্তবির বিরতি ভেঙে দিয়েছিল, কোহেন ঘোষণা করেছিলেন যে "৫০০ হামাস সদস্য নিহত হয়েছে" – তবে বাস্তবে এর মধ্যে বেশিরভাগই ছিলেন নারী এবং খুব ছোট শিশুরা।


এভাবে, ফিলিস্তিনিদের নিহত হওয়ার সংখ্যা নিয়ে একটি ধরনের ‘ভ্রান্ত বাস্তবতা’ তৈরি হয়েছে। এটি এমন একটি বিষয়, যা প্রায়শই সরকার অস্বীকার করে থাকে। তবুও, এই যুদ্ধটি গাজায় কমপক্ষে ৫০,০০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক বৃহৎ মানবিক সংকট হিসেবে দেখা দিয়েছে।


সূত্র: আল-জাজিরা

আফরোজা

×