ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

দফায় দফায় রকেট হামলা

ইসরাইলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের

প্রকাশিত: ২১:০৫, ২২ মার্চ ২০২৫

ইসরাইলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের

ইসরাইলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যুদ্ধবিরতির পর নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি। ওই বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ এবং শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামলার ফলে একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে। এদিকে লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার তারা লেবানন থেকে উত্তর ইসরাইল সীমান্ত নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে। খবর আলজাজিরার। ইসরাইলের আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। রকেট হামলার পর মেতুলায় সাইরেন বেজে ওঠে। গত ডিসেম্বরের পর লেবানন থেকে এই প্রথম ইসরাইলে রকেট হামলা হলো। রকেট হামলার পর ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে পাল্টা গোলাবর্ষণ করছে। তবে এসব সংঘাতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

×