
ইসরায়েল জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে রকেট হামলার প্রতিক্রিয়া হিসেবে বহু বিমান হামলা চালিয়েছে।
বাতিল করা গাজা শহরে, এক রাতে বড় বিমান হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে এবং অন্তত আটজন পরিবার সদস্য মাটির নিচে আটকা পড়েছেন, যেহেতু ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/22/live-israel-destroys-gazas-specialised-cancer-hospital-attacks-continue
আবীর