ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

ইসরায়েলি হামলায় প্রায় ৬০০ নিহত, দক্ষিণ ও উত্তর গাজায় সেনা অভিযানে অগ্রসর

প্রকাশিত: ১৪:৫৭, ২১ মার্চ ২০২৫; আপডেট: ২১:০৪, ২১ মার্চ ২০২৫

ইসরায়েলি হামলায় প্রায় ৬০০ নিহত, দক্ষিণ ও উত্তর গাজায় সেনা অভিযানে অগ্রসর

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা দক্ষিণ গাজার রাফাহ এলাকায় স্থল অভিযান শুরু করেছে এবং উত্তরে বেইত লাহিয়া ও কেন্দ্রীয় কিছু এলাকায় অগ্রসর হচ্ছে।

গাজার যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে। বিমান হামলা ও স্থল অভিযানের কারণে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।

যুদ্ধবিরতি ভাঙার পর হামাস প্রথমবারের মতো ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দক্ষিণ তেল আবিবের একটি সামরিক ঘাঁটিতে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে।


সূত্র: https://www.google.com/amp/s/www.aljazeera.com/amp/news/liveblog/2025/3/21/live-israeli-attacks-kill-almost-600-as-troops-invade-south-north-gaza

আবীর

×