
ছবি: সংগৃহীত
ইসরায়েল গাজা শহরের উত্তর এবং দক্ষিণে প্রাক-ভোর আক্রমণে ৭০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।
আল জাজিরার গাজা প্রতিনিধি জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনীর প্রাক-ভোর আক্রমণে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে নারী এবং শিশু রয়েছেন। এই হত্যাকাণ্ডগুলি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট মৃত্যু সংখ্যা ৪৩৬ জনে পৌঁছানোর সঙ্গে যুক্ত হবে, যার মধ্যে ১৮৩ জন শিশু রয়েছে। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর থেকে এই মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন যে, পশ্চিম তীরে একটি "বড় এবং শক্তিশালী ফ্রন্ট" সৃষ্টি করা হবে, পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে "কঠোর যুদ্ধ" চালানো হবে।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/20/live-israel-kills-70-in-gaza-netanyahu-warns-of-fierce-war-expanding
আবীর