
ছবি: সংগৃহীত
আল জাজিরা সংবাদদাতাদের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত রাতেই অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাসের এক কর্মকর্তা তাহের আল-নোউনো বলেছেন, গাজায় ইসরায়েলি আকাশ হামলা সত্ত্বেও সংগঠনটি আলোচনা বন্ধ করেনি, তবে তিনি এটাও বলেন যে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই যখন একটি স্বাক্ষরিত চুক্তি ইতিমধ্যেই রয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলি বিমান হামলার ঘটনায় “ক্ষুব্ধ” বলে মন্তব্য করেছেন এবং আন্তর্জাতিকভাবে আরও ৪০০-এরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন, নিহত হওয়ার পর এই হামলার নিন্দা জানিয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন এই বিমান হামলা “কেবলমাত্র শুরু” এবং গাজার ভেঙে পড়া যুদ্ধবিরতি নিয়ে এখন থেকে সমস্ত আলোচনা “আগুনের মধ্যে” হবে।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/19/live-outrage-as-israeli-attacks-break-gaza-ceasefire-killing-hundreds
আবীর