
মার্কিন বিমান হামলার পর নিহতদের উদ্ধারে ইয়েমেনের জনগণ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। লোহিত সাগরে জাহাজে হামলার জবাবে রবিবার এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০১ জন। এই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। খবর আলজাজিরার।
ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রবিবার শুরু হওয়া এই হামলা কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ইরান দ্বারা অর্থায়িত হুতিরা আমাদের বিমানবাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। তাদের আক্রমণে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি করেছে এবং বহু মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে। ইসরাইল-হামাস যুদ্ধের প্রতিক্রিয়ায় বিদেশী জাহাজকে লক্ষ্যবস্তু করা হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে। রবিবারের হামলাগুলো হ্যারি এস. ট্রুম্যান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড্ডয়নকারী যুদ্ধবিমান দিয়ে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, এই হামলা ইয়েমেনজুড়ে বৃহৎ সামরিক অভিযানের সূচনা মাত্র। প্রেসিডেন্ট ট্রাম্প আরও কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেছেন, আমেরিকান জাহাজের ওপর হুতি হামলা সহ্য করা হবে না। আমরা আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ধ্বংসাত্মক মারাত্মক শক্তি প্রয়োগ করব। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন। হুতি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে মার্কিন হামলায় চার শিশু ও এক নারীসহ অন্তত ১১ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। হুতিদের রাজনৈতিক দপ্তর এসব হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী যে কোনো মাত্রার হামলার পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সানার বাসিন্দারা জানিয়েছেন, হামলায় হুতিদের শক্ত ঘাঁটি লক্ষ্য করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ ইয়াহিয়া রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণগুলো ছিল প্রচণ্ড, যেন ভূমিকম্প হয়েছে। আমাদের নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছিল। সাদা প্রদেশের দাহিয়ান শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে আল-মাসিরাহ টিভি জানিয়েছে। গত এক দশকে ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নেওয়া সশস্ত্র হুতি গোষ্ঠী ২০২৩ সালের নভেম্বর থেকে উপকূলের কাছে বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে।