
ছবি: সংগৃহীত
ইসরায়েলি বিমান হামলায় নিহত চার ফিলিস্তিনির মরদেহ গাজার আল-জেইতুন এলাকায় নিয়ে আসার সময় স্বজনরা শোক প্রকাশ করেন। এই হামলা সংঘটিত হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির মাঝেও। নিহতদের মরদেহ আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়।
শুক্রবার ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটিতে চারজন নিহত হয়েছেন, এবং ইসরায়েলের নৌবাহিনীর গুলিতে উপকূলের কাছে আরেকজন নিহত হন।
অন্য গুরুত্বপূর্ণ তথ্য:
ইসরায়েলি ট্যাঙ্ক ও গানবোট থেকে দক্ষিণ রাফায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র একটি "সেতু পরিকল্পনা" প্রস্তাব করেছে, যা এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি বাড়িয়ে গাজায় শান্তি আলোচনার সময় দিতে পারে।
হামাসের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সফল বাস্তবায়ন নিয়ে শঙ্কিত এবং তিনি গাজার অবরোধ বজায় রেখে ফিলিস্তিনি জনগণ ও ইসরায়েলি বন্দিদের অনাহারের মুখে ঠেলে দিচ্ছেন।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/15/live-israeli-attacks-kill-5-in-north-gaza-tanks-fire-in-southern-rafah
আবীর