
ছবি: সংগৃহীত
হামাস ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলি-আমেরিকান নাগরিক ইদান আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে এবং একইসঙ্গে চারজন দ্বৈত নাগরিকের মৃতদেহ হস্তান্তর করবে। তবে এর বিনিময়ে তারা ইসরায়েলের কাছে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের দাবি জানিয়েছে।
এদিকে, ইসরায়েলি বাহিনী গাজার ওপর আরও হামলা চালিয়েছে, যেখানে গাজা সিটি ও বেইত লাহিয়ায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের কারণে টানা ১৩তম দিনের মতো গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না।
জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে “গণহত্যামূলক কর্মকাণ্ড” চালিয়েছে। তারা বলছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে নারীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংস করেছে এবং যুদ্ধ কৌশল হিসেবে যৌন সহিংসতা ব্যবহার করেছে।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/14/live-israel-kills-2-in-gaza-un-decries-genocidal-attacks-on-healthcare
আবীর