ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় গাজায় দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৫:২৯, ১৪ মার্চ ২০২৫

ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় গাজায় দুই শিশুর মৃত্যু

ছ‌বি: সংগৃহীত

গাজা সিটি এবং বেইট লাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালিয়েছে, যার ফলে অন্তত দুটি শিশু নিহত হয়েছে। এই হামলার পর, ইসরায়েলের গাজায় মানবিক সাহায্যের উপর আরোপিত ব্লকেড ১৩ তম দিনে প্রবেশ করেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল গাজার নারী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলি ধ্বংস করে এবং সহিংসতা যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করে “জাতিগত হত্যাযজ্ঞ” চালিয়েছে।

একজন হামাস কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি গোষ্ঠী বিদ্যমান গাজার যুদ্ধবিরতি চুক্তিতে অটল থাকার এবং দ্বিতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য অনড় রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্যায়ের সময়সীমা ৬০ দিন বাড়ানোর জন্য আলোচনা চলছে, যার বিনিময়ে আরও ইসরায়েলি বন্দী মুক্তি দেওয়া হবে।

তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/14/live-israel-kills-2-in-gaza-un-decries-genocidal-attacks-on-healthcare

আবীর

×