ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

হত্যাকাণ্ড থেকে প্রাণ বাঁচানোই লক্ষ্য

লেবাননে পালাচ্ছে সিরীয়রা

প্রকাশিত: ২১:০৩, ১২ মার্চ ২০২৫

লেবাননে পালাচ্ছে সিরীয়রা

সিরীয় পুরুষ, নারী ও শিশুরা সীমান্ত নদী পার হয়ে লেবাননে চলে যাচ্ছে

সিরিয়ার সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে চালানো সাম্প্রদায়িক হত্যাকাণ্ড থেকে বাঁচতে শত শত সিরীয় প্রতিবেশী লেবাননে পালাচ্ছে। রয়টার্স জানিয়েছে, বুধবার প্রাণের ভয়ে সিরীয় পুরুষ, নারী ও শিশুদের সিরিয়ার দক্ষিণপশ্চিম সীমান্ত বরাবর বয়ে যাওয়া একটি নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবাননে চলে যেতে দেখা গেছে। সোমবার সীমান্ত পার হয়ে লেবাননে চলে যাওয়া এক সিরীয় নারী জানিয়েছেন, তিনি তার গ্রামে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। খবর রয়টার্সের।

আরেক নারী জানিয়েছেন, ভারি গোলাগুলির মধ্যে তিনি তার বাড়িতে তিন দিন আটকা পড়ে ছিলেন। এক পুরুষ জানিয়েছেন, জঙ্গিরা তার গ্রামের সবাইকে হত্যা করার হুমকি দেয়, কারণ তারা সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্য। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় আলাউইত অঞ্চলে হত্যাকাণ্ড শুরু হওয়ার কয়েকদিন পর শরণার্থীদের দেশত্যাগের ধারা অব্যাহত আছে। রয়টার্সের সাংবাদিকরা মঙ্গলবার আধ ঘণ্টার মধ্যে ৫০ জনেরও বেশি সিরীয়কে নহর এল কবির নদীর হাঁটু সমান পানি পার হয়ে লেবাননে চলে যেতে দেখেছেন। তারা নিজেদের শিশুদেরসহ যে যা পেরেছেন সঙ্গে নিয়ে যাচ্ছেন। নাদা মোহাম্মদ সোমবার সীমান্ত পার হয়ে লেবাননের চলে গেছে। তিনি জানান, সীমান্তের কাছে তার গ্রাম, নাম কার্তো। সেখানেই ছিলেন তিনি, কিন্তু মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার সময় ফোন কলের শব্দে তার ঘুম ভেঙে যায়। আত্মীয়রা তাকে জানান, জঙ্গিরা গ্রামে এসে হাজির হয়েছে তাই তার সবকিছু গোছগাছ করে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেওয়া উচিত।

×