
ছবি: সংগৃহীত
ইসরায়েলি আলোচকরা আজ দোহায় পৌঁছানোর কথা রয়েছে, যেখানে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।
গাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি একে “সস্তা ও অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল” বলে উল্লেখ করেছে।
এদিকে, গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা “খুবই সহায়ক” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। তিনি আশা প্রকাশ করেছেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গাজা পরিস্থিতি নিয়ে কিছু ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হতে পারে।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮,৪৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১১,৮৬০ জন। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬১,৭০৯-এ পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হন।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/10/live-israel-to-join-doha-talks-after-cutting-off-electricity-to-gaza
আবীর