ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ট্রাম্পের ‘শেষ হুঁশিয়ারি’ হামাসকে, বিপাকে গাজা

প্রকাশিত: ১৬:৪০, ৬ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৪১, ৬ মার্চ ২০২৫

ট্রাম্পের ‘শেষ হুঁশিয়ারি’ হামাসকে, বিপাকে গাজা

ছ‌বি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে "শেষ হুঁশিয়ারি" দিয়েছেন, যেখানে তিনি গাজায় বন্দি থাকা সমস্ত ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং হামাস নেতাদের গাজা ছাড়ার নির্দেশ দেন।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, ১৯৯৭ সালের পর এবারই প্রথমবারের মতো মার্কিন প্রশাসন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে, যার লক্ষ্য হচ্ছে মার্কিন-ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করা এবং গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানো।

গাজায় ইসরায়েলের অবরোধের ফলে খাদ্য সংকট তীব্রতর হচ্ছে এবং চরম মূল্যবৃদ্ধির কারণে ফিলিস্তিনিরা অনাহারের মুখে পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খাদ্য মজুদ দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮,৪৪০ ফিলিস্তিনি নিহত এবং ১,১১,৮৪৫ জন আহত হয়েছেন। সরকার পরিচালিত গণমাধ্যম অফিস জানিয়েছে, বাস্তব মৃত্যু সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনিকে এখনো নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে, যা মোট মৃত্যুর সংখ্যা ৬১,৭০৯-এ পৌঁছাতে পারে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/6/live-trump-issues-last-warning-to-hamas-tells-leaders-to-leave-gaza

আবীর

×